আমি, আপনি, আমরা সবাই পুতুল

আমি, আপনি, আমরা সবাই পুতুল

Author Photo

Baharin Siddika

October 26, 2022


                বইয়ের নাম পুতুল নাচের ইতিকথা হলেও এই পুতুল খেলার যে ইতি নেই সেটা এ বইতে অনেকটা স্পষ্ট মনে হয়েছে আমার। মূলত পৃথিবীতে যে আমরা,মানুষেরা কেবলই সৃষ্টিকর্তার হাতের পুতুল এবং তার সুতার নাড়াচাড়ায় আমাদের জীবন যাপনের গতির হ্রাস -বৃদ্ধি হয় সেটা লেখক বেশ সফলভাবেই ফুটিয়ে তুলেছেন।বইয়ের ভেতরে যে চরিত্রগুলো স্ব স্ব বৈশিষ্টের কারনে মুখ্য হয়ে উঠেছিলো তার মধ্যে কুমুদ এবং যাদব চরিত্র দুটি বেশ রহস্যঘন মনে হয়েছে আমার। শশী এবং কুসুমের মধ্যকার সম্পর্ক প্রাথমিক ভাবে কাদম্বরী দেবীর সাথে রবীন্দ্রনাথ এর সম্পর্কের ছাপ মনে হলেও শেষ অংশে এ ধারনা বদলেছে। এ বইতে একই সাথে নারী চরিত্রের তিনটি দিক খুব নিখুঁতভাবে প্রকাশ পেয়েছে বলে আমার মনে হয়েছে। কুসুম, যে বইয়ের শেষ অংশে এসে একজন আত্মাভিমানী, শক্ত মনোবল দেখিয়েছে। মতি,যে স্বপ্নের মতো করেই বাস্তবকে পরিচালনার চেষ্টা করেছে তার স্বপ্নের রাজপুত্র প্রবীরকে নিয়ে। অন্যদিকে বিন্দু, যে স্বাধীনতা আর পরাধীনতার পার্্থক্য করতে পারেনি কখনোই। একটা প্রশ্ন করে আমার মন্তব্য শেষ করছি,আচ্ছা মানুষ কি তার ইচ্ছা মতো দিনে মৃত্যুবরন করতে পারে?
            

Login to comment, like and bookmark this blog

Brainstormer