
"লা নুই বেঙ্গলী" এর প্রতিউত্তর "ন হন্যতে"

Baharin Siddika
October 25, 2022
মির্চা যা লিখছে সেই অসমাপ্ত কাহিনী সমাপ্ত করা উচিত,জীবনে যখন সমাপ্ত করতে চলেছি সেই ১৯৩০ সালের আরম্ভকে, সাহিত্যই বা হবে না কেন? এই তো এসেছে সেই -'last of life for which the first was made -' "একটু দাঁড়াও অমৃতা-why are you breaking down now when you were so brave for so many years -এতদিন এত সাহস দেখিয়ে এখন ভেঙে পড়লে কেন? " একটা অসমাপ্ত গল্প ৪২ বছর বয়ে নেয়াটা কোনো সাধারণ, স্বাভাবিক মেয়ের পক্ষে সম্ভব বলে আমার মনে হয়না।এই বইটা পড়ে মনে হয়েছে জীবনে কেউ কি কখনো সন্তুষ্ট হতে পারে?অমৃতা, অমৃতা থেকে অমৃতা দেবী হয়েছিলেন, সংসার ও কর্ম জীবনে সফলতায় ঘেরা ছিলেন অথচ ১৯৩০ সালের তার জীবনের সবচেয়ে ক্ষুদ্র সময়ের ঘটনা, অনূভুতি ১৯৭২ এ এসে তার পুরো জীবনকে, তার ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছিল। কেউ কি, কিছু কি কখনো অতীত হয়? সময় ও বোধয় চক্রাকারে ঘোরে। #note : আপাতত আমার মাথা চক্রাকারে ঘুরছে।বইয়ের শেষ টা এমন কেন হলো! বইটা নিয়ে আরেকদিন লিখবো,আমার এই ছোট্ট অপরিপক্ক মস্তিষ্ক কি কি বুঝলো মৈত্রেয়ী দেবীর ৪২ বছরের জীবনীকে ১৫২ পৃষ্ঠায় পড়ে।
Processing...