
ন হন্যতে পড়ার আগে এটা পড়া উচিত

Baharin Siddika
October 23, 2022
বইটা আমি আবার ৫-৬ বছর পরে আরেকবার পড়তে চাই বেঁচে থাকলে। আজ যেমন বুঝলাম তখন কি এগুলোই বুঝবো নাকি অন্যকিছু সেটা জানার জন্যই পড়তে চাই। তবে বইটি পড়ে তিনটা জিনিস বুঝলাম আর সেগুলো হলো: ১. ১৯৩৩ সালের ১৭বছরের একটি বাঙালি মেয়ের যে যোগ্যতা, বুদ্ধি,জগত সম্পর্কে আগ্রহ এবং স্বাধীনতা ছিলো সেটা ২০২১ সালে এসে আমি আমার মধ্যে খুঁজে পাইনা। ২. মানুষ তার জীবনের কোনো অংশই পুরোপুরিভাবে ভুলতে পারেনা।হয়তো এড়িয়ে যেতে চেষ্টা করে কিন্তু মস্তিষ্ক সবসময় এড়িয়ে যেতেও দেয়না।ঘুরে ফিরে সেই অতীত, বর্তমানে ফিরে আসে। ৩. ডায়েরী লেখাটা খুব দরকার। এতে বোঝা যায় নিজের মানসিক পরিবর্্তন।দেখা যায় জীবনে মানুষের আসা যাওয়ার এক অদ্ভুত চিত্র।আর জীবন যে প্রবাহমান নদীর মতোই তার একটা সুশৃঙ্খল ধারা পাওয়া যায়।
Processing...