
আমরা কি আসলেই সবাই একলা পাখি?

Baharin Siddika
October 21, 2022
আমার সাথে সদ্য পরিচিত হওয়া এক তরুণ বলেছে হুমায়ূন আহমেদ এর লেখা বই পড়তে।তা নয়তো আমি অনেক ধরনের কল্পনায় হারাতে পারব না।অতএব আমার তার লেখা পড়া উচিত।দরকার হলে সে আমায় বই উপহার দেবে।তাই আগ্রহ ভরে ছোট ছোট বইগুলো পড়ছি, পড়ার চেষ্টা করছি।দুদিনে দুটো শেষ করলাম।আবার হয়তো দুমাস পড়বো না। এই বই পড়ে তেমন বিশেষ কোনো আনন্দ নাহলেও আদর্শ ছেলের চরিত্র হিসেবে বর্ণিত "বাবু" চরিত্রটি গল্প হলেও সত্যি বলে মনে হয়েছে।আমার ক্লাসমেট ইমন এর প্রতিবিম্ব ই যেন বাবু চরিত্র।অন্যদিকে সবচেয়ে বিরক্তিকর চরিত্র হলো রঞ্জু, যার কোনো কাজ বাজ নেই। তার জীবনের একমাত্র উদ্দেশ্যই যেন তার "সাবু আপা" টাইপ স্কিনের অধিকারী বউ রূপার দিকে তাকিয়ে থাকা। আবার বাংলাদেশের চিরায়ত অলিখিত নীতি ভঙ্গ করে যে নতুন ভাবে নিজের ভালোলাগা কে সঙ্গী করা সম্ভব তা ফুটেঁ উঠেছে সফিক চরিত্রে।ডাক্তারি ছেড়ে পুরোদস্তুর ভবঘুরে সাহিত্যিক হয়েছিলো সফিক। এ বইয়ের মোহময়ী চরিত্র রূপা যাকে হেলেন অফ ট্রয় যাকে দেখলে হিংসায় জ্বলবে।রূপা একজন ভাবলেশহীন অতি রুপসী নীল চোখধারী তরুণী। প্রথমে তাকে বোকা কিসিমের ভাবলেও শেষ অংশে সে নিজেকে বুদ্ধিমতীদের একজন প্রমাণ করেছে। ভালোবাসার মানুষের কাছে অপমান সহ্য করে থাকার থেকে যে আত্মসম্মান নিয়ে চলে যাওয়া ভালো তা রুপা সুন্দর করেই বুঝিয়েছে। সবকথার শেষ কথা হলো, এই বইয়ের সব চরিত্রই শুরু কিংবা শেষ অংশে একা হয়ে যায়।রঞ্জু,সফিক,মুনিয়া, রুপা,রঞ্জুর বাবা,মা, বাবু,সুমী সবাই।বস্তুত আমরা সবাই একলা পাখি।এই বইয়ের সবচেয়ে সুন্দর উক্তি হলো, "আমি আছি মানে পৃথিবী আছে,আমি নেই তো পৃথিবী নেই।"
Processing...