
পিছিয়ে যাওয়া শিক্ষার্থীদের চিঠি, "শুনুন, স্যার!"

Baharin Siddika
October 20, 2022
শিক্ষকদের প্রতি একদল শিক্ষার্থীদের একটি চিঠির অনুবাদ এই বই।গুরুজনেরা প্রায়সই বলে,"এখন তো বোঝোনা,আমার জায়গায় আসলে বুঝবা/বুঝবি।" এখানে বারবিয়ানা স্কুলের একদল ছেলেরা সেটাই করেছে।ছাত্রাবস্থায় শিক্ষক হয়ে তাদের শিক্ষক এবং সেকালের শিক্ষাব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করেছে।করেছে তুমুল সমালোচনা এবং লেখনীতে ব্যক্ত করেছে প্রবল ক্ষোভ।সবচেয়ে মজার ব্যাপার হলো বইটির লেখক হলো বারবিয়ানা স্কুল, ঝরে যাওয়া ছেলেরা যেখানে পড়ে তার কিছু ছাত্র। এই ছাত্ররা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষকদের কাছে নিচুস্তরের হলেও তাদের বাস্তব অভিজ্ঞতা এবং সহজ লেখনী এই বইকে অনেক সমৃদ্ধ করেছে।
Processing...