একজন বাবার চিঠি.....

একজন বাবার চিঠি.....

Author Photo

Baharin Siddika

October 19, 2022


                ছোটো বেলায় আমি সারাদিন কথা বলতাম। তখন নানা ধরনের আজব গজব প্রশ্ন করতাম কিংবা প্রশ্ন না করে নিজের মতো উত্তর বানিয়ে নিজেকে বুঝ দিতাম। যেমন আমার মনে হতো গাছ আকাশকে ধরে রেখেছে। গাছ কাটলেই আকাশ মাথার উপর ভেঙে পরবে। এতো কথা বললাম কারন কেবলই শেষ করলাম "মেয়ের কাছে বাবার চিঠি "। এটি মূলত অনেকগুলো চিঠির যোগফল।  বাবা জওহরলাল নেহেরু তার ছোট্ট ইন্দিরাকে চিঠি লিখে তার সকল সম্ভাব্য জিজ্ঞাসার উত্তর করেছেন।সমাজ,সভ্যতা,বিজ্ঞান, প্রাণী,ভাষা,পরিবেশ,বিবর্তন, বিকাশ, বিলুপ্তি কী নেই এই চিঠি গুলোতে! ভাবতেই অবাক লাগে ৬ বছরের ছোট্ট ইন্দিরাকে কত সুনিপুণ ভাবে চিন্তার জগতে ঠেলে দিয়েছিলেন তার বাবা। সুন্দর বই,বাচ্চাদের পড়ে শোনালে দারুণ একটা প্রশ্নোত্তর পর্বের সূচনা হতে পারে।
            

Login to comment, like and bookmark this blog

Brainstormer