
"আদর্শ হিন্দু হোটেল" পড়ে বুঝলাম, " ধৈর্য্য,পরিশ্রম ও সহনশীলতাই সফলতার মূল উৎস "

Baharin Siddika
October 18, 2022
আচ্ছা ধরুন, এক জায়গায় চাকরি করছেন আর সেখানে ঠিকমতো খেতে পারছেন না, থাকতে পারছেন না তার উপর অন্য মানুষের মাতুব্বরি! থাকতে পারবেন সেখানে? যদি থেকেও যান খুব প্রয়োজনে নমনীয় হয়ে, ভালো ব্যবহার করে যেতে পারবেন? আপনাকে চোর সাব্যস্ত করে জেল খাটাবার পরেও নিজের ক্রোধ চাপা দিয়ে সদব্যবহার করতে পারবেন? উপরের প্রশ্নগুলোর বেশিরভাগের উত্তরই হয়তো না হবে। কিন্তু আজ যে বইটি শেষ করলাম তার মূল চরিত্র হাজারী ঠাকুর এইসব প্রশ্নের উত্তর হ্যাঁ করে দিয়েছিলো। পরিশ্রম, ধৈর্য্য, সদাচার যে কখনো, কখনোই বৃথা হয়নি,হয়না তার জ্বলজ্যান্ত প্রমাণ এই আদর্শ হিন্দু হোটেল বইটি। হাজারী নামক ব্রাহ্মণ ঠাকুর কলকাতার রানাঘাটে বেচু চক্কত্তির হোটেলে সাত টাকার বেতনে রান্না করেছেন বছরের পর বছর। পদ্ম ঝিয়ের গালাগাল আর কটু কথাকে যেন দুবেলা খাবারের মতোই হজম করতো। কিন্তু ভাগ্যের কী লীলাখেলা! সময় ঘুরতে ঘুরতে মানুষের অবস্থানের একটা অবিশ্বাস্য ঘূর্ণন হলো। চাকর হাজারী হলো হোটেলের মালিক আর বেচু চক্কত্তি হলো চাকর। সময় সবসময় ই পরিবর্তন হয়। আমার মনে হয় সময়, ভাগ্য চক্রাকারে ঘোরে। তবে মানুষের স্থির থাকতে হয়। নাহলেই মাথা ঘুরে ঠাস। বইয়ের অন্যতম সুন্দর দিকটি হলো এ বইয়ে সকল নারীর সহজাত মাতৃত্বসুলভ আচারণ,স্নেহ,মমতা,সহানুভূতি ধরা দিয়েছে বারবার। কখনো কুসুম, কখনো অতসী আর শেষমেষ পদ্ম ঝি। শেষকথা হলো বইটা সুন্দর। পড়লে ভালোলাগবে।
Processing...