আকাশের গল্প

Author Photo

Mark

October 21, 2022


                আমাদের মগজের উপর বিস্তৃত মহাকাশে রয়েছে অনেক গল্প, একটু চোখ বুলালেই ওগুলো আমাদের সামনে ধরা দেয়। গল্প গুলো শুনতে বা পড়তে বেশ ভালই লাগে। সভ্যতা ভেদে গল্প গুলো হয়তো কিঞ্চিৎ পরিবর্তীত, কিন্তু তাদের এই গল্পগুলো চলে আসছে হাজার বছর ধরে। যখন কম্পাস ছিলনা, জাহাজের নাবিক কিন্তু ঠিকই ছোটবেলায় মায়ের মুখে শোনা এই গল্প দিয়েই মহাসাগর পাড়ি দিয়েছিলেন, চলে গিয়েছিলেন অজানার দেশে। গল্প গুলো আজও অনেককে আকৃষ্ট করে,  আমাকেও করে। এজন্যে সেইসব গল্পের আস্বাদন করতে এই বই দুটি খুবই সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। সময় পেলে পড়ে দেখেতে পারেন।
            

Login to comment, like and bookmark this blog

Brainstormer