Blogpotro

Israt Khandaker
October 22, 2022
Blogpotro শব্দটির সাথে আমার প্রথম পরিচয় আমার ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে। আমার বন্ধু আহসান ফারাবি তার এই সুন্দর আইডিয়াটি যখন আমাকে জানিয়েছিল, আমার মনে হয়েছিলো এমন একটি প্লাটফর্ম তো বেশ চেয়েছি আমি। লেখালিখি পড়তে ভালো লাগতো। wattpad এ গল্প পড়তাম আগে থেকেই। কিন্তু কখোনো সেখানে লিখার সাহস হয়ে ওঠেনি। blogpotro এর মতো একটি প্লাটফর্ম যেখানে আপনার চিন্তা, সৃজনশীলতাকে খুব সহজে কিছু মানুষের সাথে শেয়ার করতে পারবেন। চাইলে আপনার জীবনের ছোট ছোট গল্প গুলোও শোনাতে পারবেন। তখন মনে হয়েছিলো এমন একটি প্লাটফর্ম থাকলে তো ভালই হয়। কেন আমি Blogpotro কে সাপোর্ট করে গিয়েছি? প্রথমত এটি এমন একটি সোশাল মিডিয়া যেখানে আপনি কিছু সৃজনশীল মানুষের সাথে থাকতে পারবেন। নিজের চিন্তা গুলো কিছু মানুষের কাছে প্রকাশ করতে পারবেন। আর তা করতে গিয়ে সবচেয়ে বড় বিষয়টি হল আপনি নিজেকে চিনতে পারবেন। হতে পারে ব্লগপত্রে ছোট ছোট গল্প লেখাই আপনাকে বড় কিছু লিখতে প্রেরণা জোগাবে। আরও একটি বড় বিষয় হলো Blogpotro আপনাকে অন্য সোশালমিডিয়ার মতো এন্টারটেইনমেন্ট এর বন্যায় ভাসিয়ে নিয়ে যাবে না। এখানে একবার ঢুকলেই আপনি গোলকধাধার টাইম লুপে ঘুরতে থাকবেন না। অবশ্যই আপনি এখানে কিছু শিখতে, জানতে এবং জানাতে পারবেন আপনার সময়ের অপব্যবহার না করে। সবশেষে, Blogpotro পরিবারের সাথে থাকতে পেরে গর্ব বোধ করছি।
Processing...