এখানে কোথাওই নেই ভালোলাগা

এখানে কোথাওই নেই ভালোলাগা

Author Photo

Saida Zaman Juthi

July 25, 2023


                এখানে কোথাওই নেই ভালোলাগা, শুধুই গাঁদা জীবন্ত ক্ষতই |
লুকানো যায়, না যায় পালা, জীবন তেড়ে বেড়ায় তোমাকে আমায়
তোমাকে আমায়

এখানে সুখে মনের ঝড়ে কেউ তো ভিজে না
চেয়ে রাতে পূর্ণিমা চাঁদ কিছু বোধই করে না
এত ভিড়েতেও না তো কারও কেউ, সবই বড় একেলা
স্বপ্ন ঘুনে খেয়ে হয়ে ধুল কারও চোখে সয় না
এখানে উড়ে না অজানা ঘুড়িরা
ভোরে জমা শিশিরে ফড়িংয়েরা খেলা করে না
কোনো স্মৃতি মন ভেঙে না কাঁদায়, এ তো কভু হয়না
সময় কেড়ে সবই শুধু নেয়, কিছু ফিরে দেয় না, 

এখানে কোথাওই নেই ভালোবাসা, শুধুই জমা বিষন্নতাই
না করে দয়া, কোনো না মায়া, জীবন ধেয়ে বেড়ায় তোমাকে আমায়
তোমাকে আমায়
            

Login to comment, like and bookmark this blog

Brainstormer