
ঘরভর্তি মেয়েমানুষ অসহ্য লাগে কেন?

Baharin Siddika
May 4, 2023
"একজনের দু:খ অন্যজনকে স্পর্শ করতে পারে না তবে কান্না যে কাউকে যখন তখন স্পর্শ করার শক্তি রাখে।" ৫৪ পৃষ্ঠার ছোট্ট বইটি জীবনের ছোটো একটি অংশের বিস্তারিত বর্ণনা করেছে বলেই মনে হয়েছে। তিনবোন বিলু, নীলু আর সেতারা।বইটি তাদের শিশু থেকে তরুণী হওয়ার সাক্ষ্য প্রমান অনেকটা। মেয়েরা যে সব পরিস্থিতি সুন্দর করে উপেক্ষা করতে পারে সেটা "তোমাকে" পড়লে বোঝা যায়। তবে বইয়ের নাম "তোমাকে" কেন হলো বুঝিনি। বইয়ের কেন্দ্রীয় চরিত্র নীলু খুবই রহস্যজনক।নীলু চঞ্চল, স্পষ্টভাষী এবং স্বতন্ত্র। কে কি বলবে, কি করলে কি হবে এ নিয়ে তার চিন্তা নেই।তবে মেয়েটি হুটহাট কান্নায় ভেঙে পরে আবার হেসে কুটিকুটি ও হতে পারে।প্রয়োজনে পুরোদস্তুর সংসারি হয়েছে। নীলু চরিত্র সুন্দর। সেতারা চরিত্রকে কল্পনায় আমার তারার মতো উজ্জ্বল মুখশ্রীর একজন মনে হয়েছে। যে বেনী দুলিয়ে দুলিয়ে গান গায়, হেটেঁ বেড়ায় বাড়িময়।কিন্তু এই যে সুন্দর তিনটা মেয়ের মা রেনু, তিনি কেন চলে গিয়েছিলেন?তার কি আসলেই সারা ঘরশুদ্ধ মেয়ে মানুষ অসহ্য লাগতো?
Processing...