জাদুর শহরে দুঃখবিলাশ

জাদুর শহরে দুঃখবিলাশ

Author Photo

Baharin Siddika

December 30, 2022


                আমি যে শহরে থাকি এর নাম নাকি জাদুর শহর অথচ এই যে রাত বিরাতে , ভর দুপুরে বিনা কারনে মন খারাপ হয়, এই মন খারাপ এ শহর জাদু দিয়ে ভালো করতে পারে না । ভারী আজব হলেও এটা সত্য যে আমি বরাবর একা হতে চেয়েছিলাম, কোলাহল,মানুষের ক্যাচরম্যাচর সবকিছু থেকে দূরে । আমি ভাবতাম একা থাকলেই বোধয় মন সবথেকে বেশি খুশি থাকে । তবে এখন বুঝি আমার মন হুটহাট করেই খারাপ হয়, জানালা খুললে এখন শুধু ইট বালির বহুতল ভবন । ছোটবেলায় ভাবতাম, দুনিয়ার সব গাছগুলো মিলে আকাশকে ফিক দিয়ে রেখেছে যেমনটা ঝড়ে নুয়ে পরা গাছে দেয়া হয় সোজা হয়ে বেড়ে উঠবার জন্য তেমন । এখন বড়বেলায় এসে মনে হয় এখন মানুষ বিদ্যে বুদ্ধিতে পরিপক্ক হয়ে পাকাপোক্ত খুটির ব্যবস্থা হিসেবেই এই ভবন বানায় । আমার ভবনে আপত্তি নেই, তবে এই যে আমি আমার মুখের মত গোল , কালচে তাও সুন্দর চাঁদটা দেখতে পাইনা তাতে আমার ঘোর আপত্তি । সব কেমন অদ্ভুত । এই নতুন জাদুমাখা শহরে এসে আমি বোধয় সবচেয়ে বেশি মন খারাপে থাকি আমার রং, তুলি, ডায়েরি আর কাটাকুটির জিনিসপত্রের জন্য । জানিনা কেন তবে আমার বন্ধু নেই । বন্ধু বলতে মানব বন্ধু, কেন যেন মানুষের সাথে আমার ভাব ভালোবাসা তেমন আহামরি রকম হয়না । এর কারন ও হয়ত আমিই । তবে আমার রং, তুলি আমার বন্ধুতালিকার উপরের দিকে । আমার সব মন খারাপ ওরা নিমিষে ভালো করতে পারত ।  রং তুলি নেই এখানে, তাই দুঃখবিলাশ করছি এখন । তবে দুঃখবিলাশ করতে করতে একটা ছবি এঁকেছি । আচ্ছা মন ভালো করার সবচেয়ে সহজ উপায় কি?
            

Login to comment, like and bookmark this blog

Brainstormer