
নতুনত্ব মানে কি? আরাম নাকি অস্বস্তি?

Baharin Siddika
November 11, 2022
বইটা পড়তে পড়তে একটা জিনিস ই মনে হচ্ছিলো আর তা হলো নতুনত্ব সবসময় আরামদায়ক হয়না তবে রোমাঞ্চকর নিশ্চয়ই হয়। নতুন জায়গায় এমন কিছু নতুন অনুভূতির সাথে আমাদের পরিচয় হয় যে আমরা তার সাথে মিলিয়ে যাই। যেমন গ্রেভার ইন এ ওয়েট্রেসদের মমতাসিক্ত আতিথিয়েতার মনোভাব ই হয়তো লেখককে আমেরিকায় সাত সাতটি বছর কাটাতে বাধ্য করেছিলো।
Processing...