
সমুদ্র থেকে ঘুরে আসি আজ....

Baharin Siddika
October 28, 2022
এই বইটার নাম প্রথম শুনেছিলাম শুভ্র সমগ্র পড়ার সময়।শুভ্র একবার তার বাবাকে বলেছিলো যে সে মনোযোগ দিয়ে Old man and the sea পড়ছে। আবার শুভ্র ওর বাবাকে বলতো Old man and the sea আর শুভ্রের বাবা শুভ্রকে বলতো Young man and the tree. যাহোক এই পর্যন্তই হলো ঘটনা।এরপরে সেই যে পুরনো বইয়ের দোকান, যেখানে আমি যাই মাঝেমধ্যে, বই হয়তো কিনিনা তাও যাই, বইয়ের নাম দেখি।সেখানে গিয়ে এই পুচকু বইটা দেখে কিনে ফেললাম মাত্র ৪০/- টাকায়। এবার বইটা নিয়ে অল্প একটু বলি।বইটা অত্যাধিক সুন্দর। এক বৃদ্ধে জেলের কঠোর পরিশ্রম আর ধৈর্য্য লব্ধ পুরষ্কারের গল্প। চুরাশি দিন সমুদ্রে থাকার পরে বৃদ্ধ জেলে তার জীবনের সবচেয়ে বড় মাছটি ধরতে সক্ষম হয়েছিলো। মজার ব্যাপার হলো তার জায়গায় আমি বা আমার মতো অন্য কেউ থাকলে সর্বোচ্চ দু সপ্তাহ থেকে ফিরে আসতাম। কিন্তু বৃদ্ধের মনোবল এবং আশা তাকে পুরষ্কৃত করেছে।কী সুন্দর না বিষয়টা? এ বইয়ের সবচেয়ে সুন্দর একটা অংশ হলো: "Only i have no luck anymore. But who knows?May be today. Everyday is a new day.It is better to be lucky. But i would rather be exact. Then when luck comes you are ready"
Processing...